চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্ৰামে পবিত্র ঈদুল ফিতরের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৬ টা ২০ মিনিটে নয়াদিডয়াড়ী ঈদগাহ্ মাঠে এয়াদিয়াড়ী জামে মসজিদের ইমাম আব্দুল ওহেদের ইমামতিতে এ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসল্লী মামুনুর রশিদ দাবি করে বলেন, বাংলাদেশে যতগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হয় তার মধ্যে এটি একটি জামাত যা অতি ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হয়। আমরা প্রতিবছর এমন সময়ে ঈদের জামাত আদায় করি।চাঁপাইনবাবগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা বলেন, এ জেলায় ৪৮৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নয়াদিয়াড়ী গ্ৰামে সকাল ৬টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হলে এটা চাঁপাইনবাবগঞ্জের প্রথম জামাত। এর আগে ঈদের জামাত জেলার কোথাও অনুষ্ঠিত হয় কি না তা আমার জানা নেই।পিএম
Source: সময়ের কন্ঠস্বর