রাজশাহীর পুঠিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বানেশ্বর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নূর হোসেন নির্ঝর। এ সময় বানেশ্বর হাটে ছাগল বেচা-কেনায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।মনিটরিং কার্যক্রমের সময় হাট-বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ বণিক সমিতির সদস্যবৃন্দ, বানেশ্বর হাট ইজারাদারের প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল প্রমুখ।দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে ইউএনও একেএম নূর হোসেন নির্ঝর সাংবাদিকদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই বাজার মনিটরিং কার্যক্রম। রমজান মাসজুড়ে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।এ দিকে বানেশ্বর বাজার কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে ক্রেতাদের সুবিধার জন্য বাজার নিয়ন্ত্রণের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ন্যায্যমূল্য বজায় রেখে ব্যবসা পরিচালনা করুন।রমজান মাসে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা বলেন, রমজানে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেয়। প্রশাসনের এই নজরদারি থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি গ্রেপ্তার
পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গি গ্রেপ্তার

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তারা হলেন— ইসরাত Read more

হামাসের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা
হামাসের হামলায় নিহত ৮ ইসরায়েলি সেনা

দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের গুপ্ত হামলায় নিহত হয়েছে আট ইসরায়েলি সেনা। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের ৪ দেশ 
তিন হাজার বাংলাদেশি কর্মী নেবে ইউরোপের ৪ দেশ 

হাছান মাহমুদ জানান, আগামী ৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন। সেখানে বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

পাপন আত্মগোপনে, ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ নিয়োগের আইনি প্রক্রিয়া খুঁজছেন আসিফ
পাপন আত্মগোপনে, ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ নিয়োগের আইনি প্রক্রিয়া খুঁজছেন আসিফ

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন