পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন নামে এক আইনজীবী। গত শনিবার বিকেলে মোবাইল ফোনে ওই হুমকি দিয়েছেন ও অশ্লীল ভাষায় গালাগাল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এর আগে গত সোমবার বিকেলে ওই শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জাহাঙ্গীর হোসেন বিএনপি দলীয় পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর।মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা আইনজীবী জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওই শিক্ষককে দেওয়া হুমকি ও গালাগালের কল রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম ধর্ম আলতাফ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকের কাছে তিন জনের তালিকা পাঠিয়েছেন প্রধান শিক্ষক। কমিটির সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন। তালিকায় জাহাঙ্গীরের নাম প্রস্তাব না করায় তিনি আমাকে দায়ী করে হত্যার হুমকি দেয় এবং অশালীন ভাষায় গালাগাল করেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়েছেন এবং থানায় সাধারণ ডায়েরি করেছেন।এদিকে ভাইরাল কল রেকর্ড প্রসঙ্গে আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, কল রেকর্ড ভাইরাল হওয়া ভালো, এতে অসুবিধা নেই। সে গালমন্দ পায় দেখে তাকে গালাগাল করেছি। আলতাফআমার ছোট ভাইর থেকে বিমা করার জন্য তিন লাখ টাকা নিছে। সেটা ফেরত দেয় না, তাই গালমন্দ করেছি। তার মাইরে মাফ নাই। টাকা ফেরত দিবে, নইলে মাইর খাইবে সোজা কথা।সভাপতি মনোনয়ন সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, এখানে সভাপতি সংক্রান্ত বিষয় নাই। এখন না হই, ছয় মাস পরে সভাপতি হবো। স্কুলের শিক্ষকবৃন্দ সভাপতি হিসেবে তিনজনের নাম দিছে, তার নাম দেয় নাই। এখন এটাতো আর শেষ নয়, সামনে দল (বিএনপি) ক্ষমতায় আসলে ডিসির অনুমতিও লাগবে না। ছয় মাস অপেক্ষা ধরতে তার অসুবিধা নেই। আলতাফকে একটা জিডি কইরা মামলা করতে বলেন। খুনের হুমকির ধারায় মামলা করতে পারবে, তাতে জাহাঙ্গীর উকিলের কিছু হয় না।এ বিষয়ে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সংক্রান্ত বিষয় নিয়ে জাহাঙ্গীর তাকেও গালমন্দ করেছে এবং হুমকি দিয়েছিলেন। কমিটির সভাপতি মনোনয়নের বিষয়ে তাদের কিছু করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) মহোদয় যাচাই-বাছাই করে সভাপতি মনোনয়ন দেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুট্টার সঙ্গে আলু, পেঁয়াজ ও ধনিয়া চাষে সফলতা পেলেন শিক্ষক
ভুট্টার সঙ্গে আলু, পেঁয়াজ ও ধনিয়া চাষে সফলতা পেলেন শিক্ষক

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামে ভুট্টার সঙ্গে আলু, পেঁয়াজ ও ধনিয়া চাষ হয়েছে।

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি দামে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য Read more

মঠবাড়িয়ায় রিয়াজের চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল
মঠবাড়িয়ায় রিয়াজের চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

যতই আন্দোলন হোক, সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না: আইনমন্ত্রী
যতই আন্দোলন হোক, সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না: আইনমন্ত্রী

রাজপথে যত আন্দোলন-সংগ্রাম করা হোক না কেন, কোটা সংস্কারের বিষ‌য়ে সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে জা‌নি‌য়ে‌ছেন Read more

মুঘল সম্রাট আওরঙ্গজেব ও হীরাবাঈয়ের ভালোবাসার গল্প
মুঘল সম্রাট আওরঙ্গজেব ও হীরাবাঈয়ের  ভালোবাসার গল্প

ঘটনার সূচনা হয়েছিল মধ্য ভারতের বুরহানপুর শহর হয়ে আওরঙ্গবাদ যাওয়ার সময়। খালা-খালুর সাথে দেখা করতে গিয়ে হৃদয়ে হোঁচট খান যুবরাজ।

‘৫০ বছরের সেরা রাত উপহার দিয়েছে ইংল্যান্ড’
‘৫০ বছরের সেরা রাত উপহার দিয়েছে ইংল্যান্ড’

ওলি ওয়াটকিন্সের কোনোকুনি একটা শটে ট্রাফালগার স্কয়ারের উন্মাতাল ‍রূপটা এতোক্ষণে দেখে ফেলেছেন নিশ্চয়ই।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন