নির্বাচন ভবনের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় ও কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য ৮ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।আদেশে বলা হয়, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশ পথ ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, কার্যকর থাকবে।নির্দেশনাগুলো হলো-১. নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে অফিসিয়াল প্রবেশপত্র/পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশ করতে হবে এবং তা ঝুলিয়ে রাখা থাকবে।২.  কার্ডধারী কর্মকর্তা/কর্মচারী নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবনে প্রবেশের পূর্বে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করবেন এবং সঙ্গে বহনকৃত ব্যাগ/বস্তু ব্যাগেজ স্ক্যানারে মাধ্যমে স্ক্যান করা নিশ্চিত করবেন।৩.  কার্ডধারী কর্মকর্তা/কর্মচারীরা ভবনে প্রবেশ ও প্রস্থানকালে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল ব্যবহার করে সুনির্দিষ্ট গেটের মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করবেন।৪.  দর্শনার্থী/সেবা প্রত্যাশী নির্বাচন ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রবেশকারীর তথ্য রেজিস্টার/কম্পিউটারে লিপিবদ্ধ করে ভিজিটর কার্ড গ্রহণপূর্বক দর্শনীয়ভাবে তা গলায় ঝুলিয়ে ফ্ল্যাপ বেরিয়ার ট্রান্সটাইল এন্টারেন্স এক্সেস কন্ট্রোল গেট দিয়ে প্রবেশ করবেন।৫. দর্শনার্থী/সেবা প্রত্যাশী ভবনের যে তলায় (Level) প্রবেশাধিকার পাবেন তিনি শুধুমাত্র সেখানেই যাবেন এবং প্রয়োজনীয় সময় পর্যন্ত অবস্থান করবেন। নির্বাচন ভবন ত্যাগ করার পূর্বে ভিজিটর কার্ড ফেরত দেবেন।৬. কোনো কর্মকর্তা/কর্মচারী অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে নির্বাচন ভবনের বাইরে যাবেন না।৭. অফিস ত্যাগের পূর্বে সকলেই আবশ্যিকভাবে স্ব-স্ব অনুবিভাগ/অধিশাখা/শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করার পাশাপাশি কম্পিউটার সামগ্রী, এসি, বৈদ্যুতিক ফ্যান, মাল্টিপ্লাগ, লাইট, দরজা-জানালা ইত্যাদি বন্ধ করে অফিস ত্যাগ করবেন।৮. দাপ্তরিক প্রয়োজন ব্যতীত কোন কর্মকর্তা/কর্মচারী ভবন বা স্বীয় দপ্তরে অতিরিক্ত সময় অবস্থান করবেন না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২
ফল ঘোষণায় দেরি হওয়ায় প্রশাসনের গাড়ি ভাঙচুর, আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতা।

ক্রিকেটাররা মাঠে ফিরছেন, ‘নিরাপত্তার নিশ্চয়তার’ অপেক্ষায় হাথুরুসিংহেরা
ক্রিকেটাররা মাঠে ফিরছেন, ‘নিরাপত্তার নিশ্চয়তার’ অপেক্ষায় হাথুরুসিংহেরা

ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে কড়া নিরাপত্তায় ক্যাম্প করেছিলেন ক্রিকেটাররা।

গাড়িসহ কুবি কোষাধ্যক্ষকে আটকে দিলো শিক্ষক সমিতি
গাড়িসহ কুবি কোষাধ্যক্ষকে আটকে দিলো শিক্ষক সমিতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে গাড়িসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পথরোধ করেন শিক্ষক সমিতির সদস্যরা।

শনিবার ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু
শনিবার ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল পাবে ২ কোটি ২২ লাখ শিশু

তবে, ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার কারণে ১২২৪ কেন্দ্রে পরে এই কর্মসূচি পালন করা হবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন