অভ্রের প্রতিষ্ঠাতাদের একজন তানবীন ইসলাম সিয়াম বলেন, “মানুষের আসলে নতুন করে লে আউট শেখা লাগছে না। যে ইংরেজি বা রোমান হরফে লিখতে অভ্যস্ত ওই লে আউট ব্যবহার করে যদি বাংলা লেখা যায় তবে নতুন লে আউটের প্রয়োজন হচ্ছে না। এ কারণে মানুষ দ্রুত অভ্র কি-বোর্ড আয়ত্ত করে ফেলে”।
Source: বিবিসি বাংলা