যৌথ বাহিনীর হাতে আটকের পর মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয়রা শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সামাজিক মাধ্যমেও এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। জড়িতদের সেনা আইনে বিচার করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।
Source: বিবিসি বাংলা