বাংলাদেশের বর্তমান সাংবিধানিক থেকে ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দগুলো বাদ দিয়ে সেখানে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে ‘বাঙালি’ উল্লেখ করে বর্তমান সংবিধানে যে বিধান রাখা হয়েছে, সেটি বিলুপ্ত করে ‘বাংলাদেশি’ ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি থেকে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিয়ে সেখানে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র’ রাখার সুপারিশ করা হয়েছে।
Source: বিবিসি বাংলা