যখন দক্ষিণ কোরিয়ার সীমান্তে সম্মুখ সারির প্রহরী হিসাবে মোতায়েন করা হয়, তখন তাদেরকে ভুট্টার বদলে ভাত দেওয়া শুরু হয়। কিন্তু বাটিতে তাদের জন্য ভাত দিলে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা ইউনিটগুলো তার বেশিরভাগটাই নিয়ে নিতো। বাটি এসে পৌঁছাতে পৌঁছাতে অবশিষ্ট যতটুকু ভাত থাকতো, তার সঙ্গে বালি মেশানো থাকতো।
Source: বিবিসি বাংলা