নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমাইয়া আক্তার। ময়নাতদন্তের জন্য ৪ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।বুধবার দুপুর ১টায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে পাইনাদী কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।এর আগে গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার দোয়েল চত্বর এলাকায় ৬ তলা ভবনের বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে আচমকা মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া আক্তার (১৯)। এ ঘটনায় নিহত সুমাইয়ার ভগিনীপতি মো. বিল্লাল গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।বুধবার বেলা ২টায় লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।তিনি বলেন, আদালতের নির্দেশে নিহত সুমাইয়া আক্তারের (১৯) লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।এসএফ
Source: সময়ের কন্ঠস্বর