৭ই অক্টোবর সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রথম পাতায় বন্যা পরিস্থিতি এবং অগাস্টের বন্যায় ক্ষয়ক্ষতি সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। সেইসাথে ভোটারদের তথ্যভান্ডার ইসির নিয়ন্ত্রণে না থাকা, থানায় থানায় গ্রেফতার কোটা বেঁধে দেয়া, শনিবারের সংলাপে চাওয়া পাওয়া, গাজা সহিংসতার এক বছরসহ নানা খবর আলোচনায় আছে।
Source: বিবিসি বাংলা