বাড়িতে শোকের মাতম। পরিবারের সবাই ভাসছেন শোক সাগরে। তাদের আহাজারি আর দীর্ঘশ্বাসে ভারি হয়ে আছে চারপাশ। কিন্তু এ সবের কোনো কিছুই যেন স্পর্শ করছে না মাসুম বিল্লাহ আল মুয়াজকে। দুই বছরের এই অবুঝ শিশু চারপাশে খুঁজে ফিরছে বাবার মুখ। অব্যক্ত বেদনায় ভরা চোখের ভাষায় সে যেন বলতে চাইছে- বাবা কোথায়? কখন ফিরবে বাবা?
Source: রাইজিং বিডি