ইউরুপের তিন শীর্ষ নেতা ইউক্রেনে ! আরো ১০০ কোটি ডলারের অস্র পাঠাবে যুক্তরাষ্ট। ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। বৃহস্পতিবার বিশেষ ট্রেনে একসাথেই তাদের এ সফর। মূলত ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাতেই এ সফর। জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে আরো ১০০ কোটি ডলারের অস্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্টের।