ভালোবেসে এতিম নুরনাহার বেগমকে বিয়ে করেন স্যানিটারি মিস্ত্রি মো. ফয়েজ। তাদের সংসারে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। ঢাকা শহরে একটি ভাড়া বাসায় তাদের সংসার জীবন ভালোই কাটছিল। পৃথিবীতে নুরনাহারের একমাত্র আপনজন ছিলো তার স্বামী। সেই আপনজনকে কেড়ে নেয় কে বা কার আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা দুটি গুলি। যে গুলিতে নিভে যায় ফয়েজের (৩২) তাজা প্রাণ। ফয়েজের মৃত্যুতে অন্ধকারে ঢেকে গেলো সুখের সংসার। নুরনাহারও পৃথিবীতে এখন ফের একা হয়ে গেলো। একমাত্র সন্তান রাফি মাহমুদকে নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
Source: রাইজিং বিডি