তাপ বৃদ্ধির সঙ্গে আরও একবার আলোচনায় ‘গরম বাড়ার কারণগুলো’। বিশেষ করে ঢাকার মধ্যে গরমের কারণ হিসেবে জলাভূমি ও গাছপালা কমে যাওয়া ছাড়াও উঠে আসছে ‘কাঁচের ভবনের’ আধিক্যের বিষয়টি। অনেকেই বলছেন, পরিকল্পনাহীনভাবে নগরীতে কাঁচ দিয়ে নির্মিত ভবনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে গরম।
Source: বিবিসি বাংলা