আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের শুল্ক কমানো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে।চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেও আলোচনার সুযোগ দিতে তা স্থগিত রাখা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ১ আগস্ট। তবে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক শুল্ক-বিজ্ঞপ্তি পায়নি—যা এরই মধ্যে ২০টির বেশি দেশ পেয়েছে।ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদল সম্প্রতি পঞ্চম দফার বৈঠক শেষে ওয়াশিংটন থেকে দেশে ফিরেছে। কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, আগস্টের আগেই অন্তর্বর্তী চুক্তি হওয়া কঠিন দেখাচ্ছে। তবে ভার্চুয়াল আলোচনা চলছে। তিনি জানান, শিগগির যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল দিল্লি সফরে আসবে।আলোচনা অচল হয়ে আছে মূলত দুই দেশের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে। নয়াদিল্লি রাজনৈতিকভাবে স্পর্শকাতর কৃষি ও দুগ্ধখাতকে উন্মুক্ত করতে নারাজ। অন্যদিকে ওয়াশিংটন ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ছাড় দেওয়ার দাবিতে অনমনীয়।আরেকজন কর্মকর্তা জানান, এই বিতর্কিত বিষয়গুলো ভবিষ্যতের জন্য স্থগিত রেখে একটি অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই সতর্ক করে বলেন, ২৬ শতাংশ শুল্ক আরোপ হলে রত্ন ও গহনা খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনি মনে করেন, এই পরিস্থিতি সাময়িক। কারণ দুই দেশই দীর্ঘমেয়াদে চুক্তি করতে আগ্রহী।এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার সিএনবিসিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন চুক্তির সময়ের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, সময়সীমা বাড়ানো হবে কি না, সেটি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।ভারতীয় কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ফেব্রুয়ারির বৈঠকে আলোচিত পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যচুক্তি সম্ভব হতে পারে।ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস—দুই পক্ষই এ বিষয়ে পাঠানো ই-মেইলের জবাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে Read more

স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ড. মুহাম্মদ ইউনূস।

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ 
পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লুট হওয়া একটি সেমিঅটোমেটিক পিস্তলসহ মনির আহম্মদ (২২) নামের এক তরুণকে নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেপ্তার করা Read more

নড়াইলে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা
নড়াইলে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে লাভবান চাষিরা

লাউ শীতকালীন সবজি হলেও নড়াইলের লোহাগড়া উপজেলায় সারাবছরই মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন চাষিরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ করায় পোকামাকড়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন