ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার পাওয়ায় আনন্দে মেতেছে তার নিজ এলাকা নান্দাইলের চন্ডীপাশার ইউনিয়নের বারইগ্রাম। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনবদ্য অবদান রেখেছেন গোলরক্ষক মিলি আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিলি জিতেছেন টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার। গতকাল সোমবার বসুন্ধরার কিংস অ্যারেনায় শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিলির কেনা এলইডি টিভিতে তার মা, ভাইবোন, আত্মীয়স্বজন সবাই একত্রে খেলা উপভোগ করেন। খেলা শেষে মিলি যখন সেরা গোলরক্ষকের পুরস্কার নেন, তখন আনন্দে অনেকেই পটকা ফোটান এবং মিষ্টিমুখ করেন। মিলির মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ে সবার সেরা পুরস্কার পাইছে। এতে আমার বুকটা আনন্দে ভইর্যা গেছে। আমরা সবাই খুব খুশী। আমার মিলির জন্য সবাই দোয়া করবেন।’ বাবা সামছুল বলেন, ‘আমার মিলি সেরা খেলোয়াড় হইছে। গর্বে বুকটা আমার ভইরা গেছে। আমি চাই মিলি দেশের লাইগ্যা আরো সম্মান আনুক।’ নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘ফুটবলার মিলি আক্তার আমাদের নান্দাইলের গর্ব। মিলি দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়ায় আমরা নান্দাইলবাসী গর্বিত। মিলি এলাকায় এলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।’ এফএস
Source: সময়ের কন্ঠস্বর