গাজীপুরের কোনাবাড়ীতে নাসির পালোয়ানকে হত্যা মামলার অন্যতম আসামি নাওফিল রাব্বিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ০২:৫০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানার মাইনকুর (রশিদপুর) এলাকায় নাসির পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি নাওফিল রাব্বি তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি হলেন জামালপুর জেলার সদর থানার মাইনকুর (রশিদপুর) গ্রামের বাবুল শেখের পুত্র নাওফিল রাব্বি। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় গেলাপ মিয়ার ভাড়াটিয়া বাসায় দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ বলেন, ‘গত রাতে যৌথ বাহিনীর অভিযানে নাসির পালোয়ান হত্যা মামলার আসামি নাওফিল রাব্বিকে আটক করা হয়েছে। তাকে আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর