কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টার সময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চকরিয়া শহর থেকে যাত্রীবাহী সিএনজি বদরখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রীবাহী সিএনজিটি বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় আসলে চকরিয়াগামী একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে সিএনজিতে থাকা যাত্রীগণ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বদরখালী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আসমা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসমা বেগমের মৃত্যু হয়।নিহত আসমা বেগমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায়।স্থানীয় সাংবাদিক আল জাবের বলেন, রাস্তার উপরে এক পাশে ব্যক্তি মালিকানাধীন ইট রাখার কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তায় ইট রাখার কারণে সিএনজি চালক বিপরীতমুখী থেকে আসা টমটমকে জায়গা দিতে গিয়ে ইটের সাথে ধাক্কা খেয়ে টমটমের সাথে সংঘর্ষ হয়। ফলে আসমা বেগমের মৃত্যু হয়।বদরখালী বিট পুলিশ অফিসার আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী সিএনজির সাথে টমটমের সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করার পর তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর