মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে জানান, অভিযানে আটক হওয়া ব্যক্তিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের নাগরিক। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তিনি আরও বলেন, ‘বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের অবস্থানের বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ধরা পড়া সবাইকে যাচাই-বাছাই ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।’ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর