টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছেন, তেমনি প্রয়োজনীয় সেবা পেতে দেরিও হয়েছে।তবে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়ে এই দীর্ঘমেয়াদী তথ্য বিভ্রাটের অবসান ঘটিয়েছেন। গত ৩ জুন ‘হালনাগাদ নেই ভূঞাপুরের সরকারি ওয়েবসাইট, ভুল তথ্যে বিভ্রান্ত জনগণ’ শিরোনামে সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দেন। এর ফলস্বরূপ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, শিক্ষা প্রকৌশলসহ অন্তত এক ডজন দপ্তরের ওয়েবসাইট থেকে পুরনো কর্মকর্তাদের নাম, ফোন নম্বর ও দায়িত্বের ভুল তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থাকা অবসরপ্রাপ্ত ও বদলি হওয়া চিকিৎসকদের তালিকা আপডেট করে বর্তমান কর্মকর্তাদের নাম ও ছবি যুক্ত করা হয়েছে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী চিকিৎসক ও নার্সরা। তাদের ভাষ্য, ‘দীর্ঘ ১০ বছরে কত ইউএনও এলেন-গেলেন, কিন্তু কেউই ভুল তথ্যসম্বলিত এই তালিকা সরানোর উদ্যোগ নেননি। অবশেষে ইউএনও আবু আবদুল্লাহর হস্তক্ষেপে আমরা দীর্ঘদিনের এক বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি।’ জানা গেছে, উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে ২০১৪ সালে ২২ জন চিকিৎসকসহ নার্স ও অন্যান্য কর্মকর্তা মিলিয়ে অন্তত ৪০ জনের নাম ও মোবাইল নম্বরের তালিকা যুক্ত করা হয়েছিল, যাদের কেউই বর্তমানে ভূঞাপুরে কর্মরত নন। এমনকি ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ হিসেবে নাম ছিল ডা. মো. লুৎফর রহমান খানের, যিনি ২০১৫ সালেই অবসরে গেছেন।বুধবার (১৬ জুলাই) স্বস্তি প্রকাশ করে ডা. মো. লুৎফর রহমান খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত ১০ বছর যাবৎ ঐ এলাকার মানুষ এবং মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হতো তথ্য জানার জন্য। কিন্তু আমি ১০ বছর আগে সেখান থেকে অবসরে চলে এসেছি। আমি বিরক্ত না হয়ে সবাইকে বুঝিয়ে বলতাম, তবুও এটা অত্যন্ত লজ্জার বিষয় যে ওয়েবসাইট এতো বছর হালনাগাদ হয়নি। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর হালনাগাদ হওয়ায় আমি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। দীর্ঘ ১০ বছর পর অবশেষে পরিবর্তন এসেছে, এজন্য আমি কৃতজ্ঞ।এর আগে ভূঞাপুর উপজেলার প্রায় ৪০টিরও বেশি ওয়েবসাইটের মধ্যে অন্তত ১১টি দপ্তরের সাইটে ছিল না হালনাগাদের ন্যূনতম চিহ্ন। বেশিরভাগ সাইটেই ২০২২ সালের পর আর হালনাগাদ করা হয়নি। আবার যেগুলোতে হালনাগাদ করা হয়েছিল সেগুলোও নামমাত্র। সেখানে প্রয়োজনীয় তথ্যের ২০ শতাংশও পাওয়া যায়নি। ফলে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হয়েছে, তেমনি প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হয়েছে।সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়েবসাইট চলতি জুলাই মাসের ১ তারিখে হালনাগাদ করা হয়েছে। আগের কর্মকর্তা ডা. মহিউদ্দিনের নাম ও ছবি সরিয়ে বর্তমান কর্মকর্তা ডা. আব্দুস সোবহানের তথ্য যোগ করা হয়েছে। যদিও এখনো কিছু তথ্য অসম্পূর্ণ রয়ে গেছে, স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন—অতি দ্রুত পূর্ণাঙ্গ তথ্য যোগ করা হবে।এছাড়া ভূঞাপুর থানার ওয়েবসাইটেও পরিবর্তন এসেছে। ০৮ জুলাই হালনাগাদ করে ২ আগস্ট ২০২২ যুক্ত হওয়া সাবেক ওসি ফরিদুল ইসলামের স্থলে বর্তমান ওসি এ কে এম রেজাউল করিমের নাম ও ছবি যুক্ত করা হয়েছে। তিনি ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।এছাড়া শিক্ষা প্রকৌশল, সাব-রেজিস্ট্রার অফিস, ফায়ার সার্ভিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পাট উন্নয়ন কার্যালয়, বিআরডিবি ও ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ওয়েবসাইটও নির্দেশনা পাওয়ার পর হালনাগাদ করা হয়েছে।এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই সব দপ্তর প্রধানকে ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দিয়েছিলাম। সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদন দেখে বিষয়টি গুরুত্ব সহকারে আবারও নজরে আনি। এখন প্রায় সব সাইট হালনাগাদ হয়েছে এবং কাজ চলমান রয়েছে।দীর্ঘ এক দশকের তথ্য বিভ্রান্তির অবসান ও জনভোগান্তি দূর হওয়ায় ভূঞাপুরবাসী এখন অনেকটাই স্বস্তিতে। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, প্রশাসনের এমন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ অব্যাহত থাকলে ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি সরকারি সেবা গ্রহণও হবে আরও সহজ, নির্ভরযোগ্য ও স্বচ্ছ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় মিডিয়া বিশ্বজুড়ে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতীয় মিডিয়া বিশ্বজুড়ে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়া বিশ্বজুড়ে বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ‍্যা তথ‍্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে বলে Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

টেডি ডে যেভাবে এলো
টেডি ডে যেভাবে এলো

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন