পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও তার সহযোগী মো. ইছাহাক মোল্লাকে সেনাবাহিনী আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) আটককৃত দুইজনকে আসামী করে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে এজাহার দিলে দুপুরে আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়। ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চিকনিকান্দী ইউনিয়নের ভিডব্লিউবি’র আওতায় দরিদ্র নারীদের কাছ থেকে ৩০০ টাকা করে ঘুষ আদায়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোহেবুল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন—সুতাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুসিয়া বেগম, জায়েদা বেগম, সালমা বেগমসহ ৭২ জন দরিদ্র নারীকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ৩০০ টাকা করে আদায় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার সহযোগী।তবে সোমবার (১৪ জুলাই) চাল বিতরণের সময় ওইসব নারীরা চাল না পেয়ে তাদের টাকা ফেরত চাইলে অভিযুক্তরা অস্বীকার করেন টাকা নেওয়ার বিষয়টি। এতে পরিষদ চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করে।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, সুবিধাবঞ্চিত নারীদের কাছ থেকে ঘুষ নেওয়া অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক রাখা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় দেশের দরিদ্র ও অসহায় নারীদের মাসিক খাদ্য সহায়তা হিসেবে চাল সরবরাহ করে সরকার। কিন্তু এই সহায়তা দেওয়ার পূর্বশর্ত হিসেবে ঘুষ আদায় করায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন