মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মামলায় একজনকে পাঁচ বছর এবং আরও তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় চারজন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রমজানবেগ এলাকার আব্দুল বাতেন মাস্টারের ছেলে মো. লিটন (৪১), পূর্বশিলমন্দি গ্রামের আলী আক্কাস কাজীর ছেলে নয়ন কাজী (২২), মৃত আরশেদ আলির ছেলে মো. পাভেল (২৪) এবং জোড়পুকুর পাড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আলামিন পিপলস (২৩)।মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে পূর্বশিলমন্দি গ্রামের আক্কাস আলির বসতঘরের সামনে মাদক বিক্রির সময় পুলিশ উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকেই আটক করা হয়। এ সময় মো. লিটনের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা, নয়ন কাজীর কাছ থেকে ৩ পিস, পাভেলের কাছ থেকে ২ পিস এবং আলামিন পিপলসের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।ঘটনার দিনই সদর থানার এসআই মো. আসলাম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে চারজন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ড দিয়েছেন। মাদকবিরোধী লড়াইয়ে এটি একটি ইতিবাচক বার্তা। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার মানেই সিরিজ হাতছাড়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যাটিং ধস দিয়ে শুরু করেছে বাংলাদেশ। Read more

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ Read more

‘বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে’
‘বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে’

২২শে নভেম্বর শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সেনাকুঞ্জে খালেদা জিয়া এবং ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাত, কুশল বিনিময়ের খবর প্রাধান্য পেয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন