খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল টিম।সেনাবাহিনী সূত্রে জানানো হয়, গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে এসব বিদেশী মদ জব্দ করা হয়।এ সময় সেনাবাহিনীর অভিযানে বিয়ার ১৪২ ক্যান, হুইস্কি ৩৮ বোতল, ভদকা ৫ বোতল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।অভিযান শেষে জব্দকৃত এসব বিদেশী মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় সেনাবাহিনী সূত্রটি। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।এসআর
Source: সময়ের কন্ঠস্বর