বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশকে কেন্দ্র করে পরপর দুই দিন উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-বরিশাল মহাসড়ক।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ জানাজানি হলে তার সমর্থনে একটি পক্ষ মাঠে নামে। পরদিন ১৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আশোকাঠি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।অন্যদিকে, এর আগে ১৪ জুলাই সোমবার সকাল ১০টার দিকে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়।বদলি আদেশ ঠেকাতে করা মঙ্গলবারের বিক্ষোভ চলাকালে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স সাইট দেওয়াকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা সেলিম জানান, একটি অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার অনুরোধ করায় ডা. মনিরুজ্জামানপন্থী কিছু দালালচক্র ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এতে দুইজন আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘ডাক্তারের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল সচল হয়।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর