বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে টেস্ট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর, গত কয়েক সপ্তাহ ধরে সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল।সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তারা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরীর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দুপুর সাড়ে তিনটার দিকে তাঁর বদলির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-লাহী। তিনি জানান, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি এসব অনিয়ম তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন টেস্টের নামে অতিরিক্ত টাকা আদায়, চিকিৎসাসেবায় অবহেলা, রোগীদের সঙ্গে অসদাচরণ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে গাফিলতি করতেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়রা কয়েক দফায় আন্দোলন, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।জনগণের টানা আন্দোলনের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর তাঁকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেয়। তবে তাঁকে ঠিক কোন স্থানে বদলি করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।স্থানীয়রা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ফিরিয়ে আনতে এই পদক্ষেপ ছিল সময়োপযোগী। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন অনিয়ম আর না ঘটে, সে জন্য যথাযথ নজরদারির দাবিও জানিয়েছেন তারা।এসআর
Source: সময়ের কন্ঠস্বর