উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম উম্বলডন শিরোপা জিতলেন এই ২৩ বছর বয়সী উদীয় মান তারকা। কিছুদিন আগেই ফেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম দুই সেট জয়ের পর এই আলকারাজের কাছেই হেরেছিলেন সিনার। সাড়ে ৫ ঘন্টার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ। ফেঞ্চ ওপেনের জিততে না পারার সেই আক্ষেপই এবার মেটালো সিনার। রোববার (১৩ জুলাই) সেন্টার কোর্টে তিন ঘণ্টার একটু বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরলেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সিনার।উইম্বলডনসহ সবশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার। চির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই স্প্যানিশ তারকাকে ধন্যবাদ জানিয়ে সিনার বলেছেন, ‘তুমি দারুণ একজন খেলোয়াড়। তোমার সঙ্গে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। এই ট্রফিটা আমি রেখে দিচ্ছি, কারণ তোমার তো এরই মধ্যে দুইটা আছে।’পরিবার ও দলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা, ভাই এবং পুরো টিম আজ এখানে ছিল—এটা আমার জন্য অনেক স্পেশাল। আমার ভাই তো এসেছে, কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস নেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পৃথক মামলায় মমতাজকে ৬ দিনের রিমান্ডে
পৃথক মামলায় মমতাজকে ৬ দিনের রিমান্ডে

মানিকগঞ্জের আলাদা ২ মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।মানিকগঞ্জের আদালতের Read more

গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন