বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলার আসামী মোঃ খোকন ওরফে এল এক্স খোকন (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি রাত ১১ টা সময় নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।গ্রেফতারকৃত খোকন ওরফে এল এক্স খোকন সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ড মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মোঃ আলীর ছেলে।পুলিশ জানায়, খোকন ওরফে এল এক্স খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৪টি হত্যা ও ৫টি হত্যার চেষ্টার মামলার আসামী। সে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী চম্পা ভূইয়ার ভাই এবং যুবলীগ নেতা।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম সময়ের কণ্ঠস্বরকে জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে খোকন ওরফে এল এক্স খোকনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর