ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেন হাত বাড়ালেই মিলছে মাদক। এলাকার বহু তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য অনেকে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর পুলিশ প্রশাসন আগের মতো সক্রিয় হতে পারেনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠে মাদক কারবারিরা। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে একজন মাদক বিক্রেতা আটক হয়। এতে অনেক কারবারি গাঁ ঢাকা দিয়েছে। তবে থেমে নেই তাদের কারবার। কৌশল পরিবর্তন করে তারা আবারও নেমে পড়েছে মাদক বেচাকেনায়। বর্তমানে এসব এলাকায় গাঁজা ও ইয়াবার ব্যাপক বিস্তার ঘটেছে।জাটিগ্রাম এলাকার এক সংখ্যালঘু পরিবারের সদস্য বলেন, ‘আমাদের বাড়ির সামনে প্রায়ই মাদকসেবিরা আড্ডা দেয়। আমরা সংখ্যালঘু পরিবারের লোক হওয়ায় ভয়ে তাদের কিছু বলতে পারি না।’একই এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় শীর্ষ এক মাদক কারবারি আছে। তার জন্য এলাকায় এখন মাদকে ছয়লাব হয়ে গেছে। প্রতি সপ্তাহে সে লাখ লাখ টাকার মাদক বিক্রি করে।’নাম প্রকাশে অনিচ্ছুক মহিষারঘোপ এলাকার এক বাসিন্দা জানান, ‘আমাদের এলাকায় পরিত্যক্ত সাহা বাড়িতে সন্ধ্যা নামলেই মাদকসেবিদের আড্ডা জমে। এদের কারণে বাড়ি থেকে বের হতে ভয় লাগে।’এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার আছি। ওইসব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে ওই এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা নির্মূলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া
মোদির ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে 'ভারতের ঐতিহাসিক বিজয়' বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেয়ার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন