জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ কাঠ দ্বারা নির্মিত সেতু দিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। এতে চরম বিপাকে এলাকাবাসী।২০২৪ সালে বন্যায় ভেঙে যায় কলাকান্দা বাজার পার হয়ে চর কালাকান্দা নাজিরপুর যাওয়ার একমাত্র রাস্তাটি। এতে চরম ভোগান্তিতে পথযাত্রীরা। ৪ গ্রামের ৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়ে, কিন্তু গত বছর বন্যায় ভেঙে যাওয়ার পর এলাকাবাসী যাতায়াতের জন্য টাকা কালেকশন করে একটি বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করে।কলাকান্দা গ্রামের বাসিন্দা আঃ রহিম ভাসানী বলেন, ‘গত বছর বন্যায় রাস্তাটি ভেঙে যায়। এতে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। পরে আমরা ফান্ড কালেকশন করে বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করে কোন রকম যাতায়াত করতে পারি। সরকারের কাছে দাবি জানাই একটি ব্রিজের ব্যবস্থা করতে।’স্থানীয় বাসিন্দা জীবন মাহমুদ জানান, ‘কলাকান্দা থেকে চর কালাকান্দা নাজিরপুর যাওয়ার রাস্তাটি গত বছর বন্যায় তীব্র স্রোতে ভেঙে যায়। এতে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। নড়েচড়ে বাঁশ কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।’ইউপি সদস্য আবু সাইদ জানান, ‘কলাকান্দা বাজার থেকে একটু সামনে চৌ রাস্তা থেকে চর কালাকান্দা যাওয়ার একমাত্র রাস্তাটি গত বছর বন্যায় ভেঙে যায়। এতে চরম বিপাকে ৪ গ্রামের মানুষের। চলাচলের জন্য গ্রামের মানুষ টাকা কালেকশন করে বাঁশ কাঠের সাঁকো নির্মাণ করছে, কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সাঁকোতে উঠলে ভয় লাগে, মনে হয় কখন যেন ভেঙে যায়। তাই দ্রুত আবেদন করছি যেন একটা ব্যবস্থা হয় চলাচলের।’দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, ‘আমি এই উপজেলায় নতুন, কিছুদিন আগে জয়েন করেছি। ঐ এলাকায় সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেব।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।এর মধ্যেই ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন