ফুটবলপ্রিয় দেশ ইতালি এবার ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইউরোপ অঞ্চল থেকে তারা ২০২৬ সালের বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। একই দিনে ইউরোপ অঞ্চল থেকেই বিশ্বকাপে ওঠার সুযোগ করে নিয়েছে নেদারল্যান্ডসও।এই নিয়ে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে মোট ১৫টি দেশ। দলগুলো হলো: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের মতোই এবারও ২০ দল অংশ নেবে আসরে। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই খেলার যোগ্যতা অর্জন করেছিল।সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা সুপার এইট পর্বে পৌঁছেছিল, তারা সরাসরি পরবর্তী বিশ্বকাপে সুযোগ পেয়ে গেছে। এ তালিকায় আছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়োজক ভারত হওয়ায় তারা সুপার এইট বিবেচনায় ছিল না।এছাড়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি অংশ নিচ্ছে আরও তিন দল। দলগুলো হলো পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড, যারা ২০২৪ সালের বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি।এদিকে বাছাইপর্ব পেরিয়ে আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। বাকি অঞ্চলগুলোর মধ্যে ইউরোপ থেকে দুই দল (ইতালি ও নেদারল্যান্ডস) নিশ্চিত হয়ে গেছে। আফ্রিকা থেকে আসবে আরও দুটি দল এবং এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল উঠবে চূড়ান্ত পর্বে। এই দুই অঞ্চলের বাছাইপর্ব এখনো মাঠে গড়ায়নি।আরডি
Source: সময়ের কন্ঠস্বর