কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট এবং গায়ে ছিল কালো রঙের গেঞ্জি। ঘটনাস্থলেই রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ মিয়াজী বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর