কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের ছোট বোন নীহা আক্তার (৯)। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহত ও নিখোঁজ ব্যক্তির মা নীপা আক্তারকে (৪০)।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।নিহত নীলা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।জানা যায়, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণপিপাসু মানুষ। শুক্রবার বিকেলে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে আসে তারা। ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, ‘নৌকা ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডুবুরি দল পাঠিয়েছি। উদ্ধার কার্যক্রম চলছে।’পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর