মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ মোট পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাওয়া খান বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা আরও দুটি বাসকে ধাক্কা দেয়। পরপর সংঘর্ষে একটি জিপ ও একটি প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, দুর্ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসআর
Source: সময়ের কন্ঠস্বর