গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত বিশেষ টাস্কফোর্স।বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর বড়দেওড়া ও আউচপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়ার ‘মায়ের দোয়া প্লাস্টিক’ এবং আউচপাড়ার ‘মারফত এন্টারপ্রাইজ’ নামে দুটি কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার একযোগে অভিযান পরিচালিত হলে কারখানা মালিক ও শ্রমিকরা অভিযানের টের পেয়ে পালিয়ে যায়। পরে কারখানার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অবৈধ পলিথিন ও কাঁচা মাল জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘অভিযানে জব্দ করা পলিথিন ধ্বংসের কার্যক্রম চলছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, অভিযানের সময় বড়দেওড়ার সিংবাড়ী রোডের ‘আল আরাফ’ নামের একটি সুতার কারখানাতেও অভিযান চালানো হয়। সেখানে কোনো ইটিপি না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় সুপারিশ করা হয়। অভিযান শেষে প্রতিটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে ডেসকো।এসআর
Source: সময়ের কন্ঠস্বর