দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট আদর্শ গ্রামে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ঘরের সরের (ছাদের কাঠামো) সঙ্গে বাঁধা রশি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও, নিহতের পরিবারের দাবি— এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।নিহত জরিনা বেগম ওই গ্রামের নাজির উদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী নাজির উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।নিহতের স্বজনরা জানান, জরিনা বেগম দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে নিজের শয়নকক্ষে জরিনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খানসামা থানা পুলিশকে খবর দেওয়া হয়।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিক সুরতহাল শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হলেও, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। স্বামী পলাতক রয়েছেন।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার হত্যার বিচার দাবি করছে।এআই
Source: সময়ের কন্ঠস্বর