শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে।তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫১তম স্থানে। তার চেয়েও বড় লাফ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক—৩২ ধাপ এগিয়ে এখন ৫৯তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ২১ বলে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলা তানজিম হাসান সাকিব ১৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮৫ নম্বরে। এছাড়া শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার শুবমান গিল।বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। তাঁর সতীর্থ ওয়ানিন্দু হাসারাঙ্গা ১১ ধাপ এগিয়ে ৮ম স্থানে উঠে এসেছেন।বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ২ ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৬ নম্বরে। শ্রীলঙ্কার উঠতি বোলার দুনিথ ভেল্লালাগে ৫ ধাপ এগিয়ে আছেন ৩১তম স্থানে, আর আসিথা ফার্নান্দো ২৩ ধাপ এগিয়ে ৩৬তম।তানজিম হাসান সাকিব শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও রেখেছেন দ্যুতি। বোলিং র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম।অন্যদিকে, ১১ ধাপ পিছিয়ে ৪৬তম স্থানে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজে না খেলেও ১১ ধাপ পিছিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, তিনি এখন ৮২তম। ব্যাটিংয়ে ৬ ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত অবস্থান করছেন ৩৪ নম্বরে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর