চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম শিক্ষাকে প্রাধান্য দিতে হবে।রবিবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম ৭ নং প্রকল্প গ্রাম এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘রাধামন কলক কালেক্টরেট উচ্চবিদ্যালয়’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা। দুর্গম এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই বিদ্যালয়ে আসতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়টি এগিয়ে যাবে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রতিনিধিত্ব করবে।’ এ সময় তিনি বিদ্যালয়টিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুজন চাকমাসহ সুধিসমাজ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এরপর প্রধান অতিথি ড. মো. জিয়াউদ্দীন জেলা মৎস্য হ্যাচারি ভবনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন ত্রাণবাহী দু’টি নৌযান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নৌযান হস্তান্তর করেন। এর আগে তিনি সাজেক, সীমান্ত সড়কসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করেন।পিএম
Source: সময়ের কন্ঠস্বর