টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। রবিবার (০৬ জুলাই) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, সদর থানা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান জুয়েল, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান, শহর বিএনপির সদস্য সচিব মীর সজীব প্রমুখ।এআই
Source: সময়ের কন্ঠস্বর