সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন যাবৎ সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন সাখাওয়াত হোসেন।তিনি ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।শনিবার (০৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কেএসপি সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।’সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মো. বোরহান উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, ‘যেকোন স্বীকৃতিই আনন্দের। সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা আমার নেশা এবং অন্য রকম পেশা। এই ছোট্ট জীবনে এত বড় সম্মাননা পাওয়া আমার জন্য এক বিশেষ গৌরবের বিষয়। সময়ের কণ্ঠস্বরের মতো জনপ্রিয় নিউজ পোর্টালে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করছি।’এআই
Source: সময়ের কন্ঠস্বর