উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৫ জুলাই) আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ম্যানচেস্টারগামী ফ্লাইটটিতে আগুনের ভুল সতর্ক সংকেতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ফ্লাইটটি স্থগিত ঘোষণা করা হয়। জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বিবৃতিতে রায়ানএয়ার জানায়, বিমানের জরুরি বহির্গমন দরজা ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তবে কিছু যাত্রী ডানা থেকে সরাসরি মাটিতে ঝাঁপ দিয়ে আহত হয়। বিমানের ক্রুরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। আর বিমানটিতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।স্পেনের রাষ্ট্রায়ত্ত বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যায়েনা জানিয়েছে, শুক্রবার রাতে পালমা দে মালোর্কা বিমানবন্দরে রায়ানএয়ারের বিমানে একটি ঘটনা ঘটেছিল। তবে সেটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এ ছাড়া বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েনি।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর