ভোলার মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপ পালন করে ওই সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুলাই) ভোরে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শাকিল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে। শাকিলের পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে স্থানীয় একটি বাসা থেকে শাকিল সাপটি উদ্ধার করে লালন-পালন করতে থাকেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও শাকিল সেটিকে নিয়ে খেলায় মেতে উঠতেন। গেল ৩ মাস আগে খেলা দেখাতে গিয়ে হঠাৎ সাপটি শাকিলের পায়ে কামড় দেয়। পরে তাড়াহুড়ো করে শাকিল নিজেই কামড় দেওয়া স্থান চুষে বিষ নামিয়ে ফেলেন। পুনরায় গতকাল বিকেল সন্ধ্যা ৬টায় সাপটি নিয়ে খেলা দেখাতে গেলে পায়ের উরুতে কামড় দেয়। আগের মতো চুষে বিষ নামিয়ে সাপটিকে নিয়ে বাসায় আসেন শাকিল। কিন্তু এবার কিছুটা অসুস্থ বোধ করেন তিনি।পরে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে আসলে লালু ওঝা বিষ নামিয়ে দিলে ১ থেকে দেড় ঘণ্টা ভালো থাকেন। এরপর রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাপ কামড় দিলে নিজের মুখ দিয়ে বিষ নামানোর কোনো উপায় নেই। এ ধরনের বিষাক্ত সাপ পালন করা বা তার সঙ্গে খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মৃত্যুর কারণও হতে পারে।এআই
Source: সময়ের কন্ঠস্বর