কক্সবাজারের উখিয়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই জন্মদাতা পিতা। শনিবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী কোনারপাড়া এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা (৩)। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এদিকে ঘাতক পিতা আমান উল্লাহ (৩২)-কে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।নিহতের মা জোসনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে গৃহকর্মে ছিলেন। হঠাৎ তার অন্য সন্তানরা ছুটে গিয়ে জানায়, তাদের বাবা লোহার রড হাতে পাগলের মতো তাড়া করছে। দৌঁড়ে বাড়ি ফিরে এসে দেখতে পান, মাটিতে পড়ে আছে তাঁর আদরের ছোট মেয়ে কানিজ এবং একটি ছাগল।তিনি আরও বলেন, স্থানীয়দের খবর দিতে বাইরে গেলে এই ফাঁকে ঘাতক পিতা কানিজের নিথর দেহটি তুলে নিয়ে বাড়ির পাশের খালে ফেলে দিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে।পরে এলাকাবাসী এসে ঘরের মেঝেতে রক্তের দাগ দেখতে পেয়ে খালে তল্লাশি চালায় এবং সেখান থেকেই উদ্ধার করা হয় শিশু কানিজের মরদেহ।জোসনা আক্তারের দাবি, আমান উল্লাহ একজন মাদকাসক্ত ও আগের খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামীর আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তিনি ঘরে থাকা ধারালো দা ও ছুরি লুকিয়ে রাখতেন, যেন অন্তত সন্তানদের বাঁচানো যায়।ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দুর্জয় সরকার বলেন, ঘটনার পরপরই আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। একই সঙ্গে অভিযুক্ত পিতা আমান উল্লাহকেও আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক নিষ্পাপ শিশুর এমন নির্মম পরিণতি যেন ব্যথিত করেছে প্রতিটি বিবেকবান মানুষকে।এআই
Source: সময়ের কন্ঠস্বর