মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক করেছে। দেশব্যাপী পরিচালিত ৬ হাজার ৯১৩টি অভিযানের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়েছে বলে ইমিগ্রেশন বিভাগের বরাতে জানা গেছে। তবে আটক অভিবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, বিদেশি শ্রমিকদের অবৈধ প্রবেশ ও কর্মসংস্থান ঠেকাতে বিভাগটি অভিযান আরও জোরদার করেছে। অভিযানের সময় বিভিন্ন জাতীয়তার মোট ৯৭ হাজার ৩২২ জনকে যাচাই করা হয়। তিনি জানান, রেস্তোরাঁ, নির্মাণক্ষেত্র, কারখানাসহ বিভিন্ন খাতে সন্দেহজনকভাবে কর্মরত অভিবাসী রাখার দায়ে এক হাজারের বেশি নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। উতুসান মালায় শনিবার (৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে ২০০টির বেশি অবৈধ অভিবাসী হটস্পট চিহ্নিত করা হয়েছে এবং এসব জায়গায় নিয়মিত নজরদারি চলছে। অভিবাসন মহাপরিচালক জাকারিয়া বলেন, ‘আমরা অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’ এফএস
Source: সময়ের কন্ঠস্বর