যশোরে গাছের ডাল মাথায় পড়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩ টার দিকে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর কুমিল্লার রামগঞ্জ উপজেলার পালিসালা গ্রামের হাবু মিয়ার ছেলে। তিনি ফুফাতো ভাই শাহ আলমের শ্বশুরবাড়ি করিমপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন।যশোর শহরের গরিবশাহ রোডে ফুফাতো ভাই কাজী শাহ আলম জানান, কয়েকদিন আগে জাহাঙ্গীর তাদের বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে তাকে সাথে করে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে শ্বশুর হানিফ বিশ্বাসের বাড়ি বেড়াতে যান। দুপুরে খেয়ে যশোর শহরে ফেরার জন্য ধলগা রাস্তা মোড়ে সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এসময় কড়াই গাছের একটি ডাল ভেঙে জাহাঙ্গীরের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।এফএস
Source: সময়ের কন্ঠস্বর