শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হবে ২৪৯ রান।শনিবার (০৫ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেন পারভেজ হোসেন ইমন।ইমন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয়ে ৪৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। তার ৬৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। অন্যপ্রান্তে হৃদয় খেলেন ধীরস্থির কিন্তু মূল্যবান এক ইনিংস।ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর একটি অসাধারণ গুগলিতে তাকে বোল্ড করেন হাসারাঙ্গা। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। পেসাররা শর্ট বলের ফাঁদে ফেলে আরও কয়েকটি দ্রুত উইকেট তুলে নেন। এক পর্যায়ে স্কোরবোর্ডে ১৫৯/৫ অবস্থায় পৌঁছে বিপদে পড়ে বাংলাদেশ।তবে, জাকের আলী ও হৃদয় কিছুটা ক্ষণিক স্বস্তি এনে দেন। হৃদয় ধীরে ধীরে অর্ধশতক পূর্ণ করে দলকে ২০০ পার করান। কিন্তু শেষ পর্যন্ত তার অযথা রানের জন্য ছুটে রান আউট হয়ে যাওয়া দলের জন্য বড় আঘাত হয়ে আসে। জাকের আলিও ২৪ রান করে আউট হন।ইনিংসের শেষদিকে তানজিম হাসান সাকিব দুর্দান্ত এক ছোট্ট ঝড় তুলেছিলেন। মাত্র ২১ বলে ৩৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, যার মধ্যে ছিল ২টি চার ও ২টি বিশাল ছক্কা।শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে। বল হাতে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, মাত্র ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। হাসারাঙ্গা ৩টি, চামিরা ও আসালাঙ্কা নেন একটি করে উইকেট।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দায় কাঁধে নিয়ে করজোড়ে ক্ষমা চাইলেন পলক
দায় কাঁধে নিয়ে করজোড়ে ক্ষমা চাইলেন পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে Read more

অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না কাতার প্রবাসী নিজাম
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না কাতার প্রবাসী নিজাম

‘আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’ -এভাবেই বাঁচার আকুতি জানিয়েছেন মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বরগুনার তালতলী উপজেলার কাতার প্রবাসী মো. নিজাম Read more

অবৈধ সম্পদ অর্জন: আমু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জন: আমু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির Read more

ড. ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন: ফখরুল 
ড. ইউনূস সরকার পরিচালনায় সফল হবেন: ফখরুল 

বিএনপি মহাসচিব বলেন, আহতদের চিকিৎসার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। আমাদের ড্যাবের চিকিৎসকরা এ বিষয়ে কাজ করছেন, ছাত্ররাও করছেন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন