চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উদালিয়া চা-বাগানে বঁটি দিয়ে কুপিয়ে চাচাতো বোনকে হত্যার অভিযোগ উঠেছে রতন দাশ (৩৭) নামের এক ভাইয়ের বিরুদ্ধে।শনিবার (৫ জুলাই) ভোর রাতে বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম সুপ্তা মাঝি (১৫)। তিনি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির কন্যা।প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিহত সুপ্তা চাচাতো ভাই রতন দাশের সঙ্গে বসবাস করতেন। রতন তাকে চা-বাগানের পরিশ্রমী কাজ বাদ দিয়ে সেলাই মেশিনের কাজ শিখতে অনুরোধ করেন। সুপ্তা ওই কাজ শিখতে রাজি না হওয়ায় গভীর রাতে তারা দুজন বিবাদে লিপ্ত হন। তুমুল বাগবিতণ্ডার এক পর্যায়ে বসতঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তাকে সজোরে মাথায় আঘাত করেন চাচাতো ভাই রতন। এতে সুপ্তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, ঘটনা পরপরই অভিযানে নামেন পুলিশ। তারা অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করে ভূজপুর থানার হেফাজতে পাঠায়। ঘটনায় আর কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছেন।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘ঘটনায় অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’এসকে/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর