ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হাইয়োম।সংবাদমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন ঠেকাতে জর্ডান ও ইরাকের আকাশসীমায় সৌদি আরব হেলিকপ্টার মোতায়েন করে। এসব ড্রোন ধ্বংস করতে সরাসরি সৌদি বিমানবাহিনীও অংশ নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে রিয়াদ এখনো ইসরায়েলকে সহায়তার বিষয়টি স্বীকার করেনি।প্রতিবেদনে আরও বলা হয়, ১২ দিনের ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরান একা লড়াই করলেও ইসরায়েল পেয়েছে আঞ্চলিক সহযোগিতা। এর মধ্যে মুসলিম দেশ জর্ডান ও ইরাকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করা হয়েছে।এর আগে ইসরায়েলের হামলার প্রতিবাদে সৌদি আরব বলেছিল, তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। রিয়াদ জানিয়েছিল, ‘কোনো উসকানি ছাড়াই ইরানের ভূখণ্ডে আক্রমণ গ্রহণযোগ্য নয়।’তবে ইসরায়েল হাইয়োম–এর দাবি, প্রকাশ্যে এমন বক্তব্য দিলেও বাস্তবে ইরানের ছোড়া বিস্ফোরকবোঝাই ড্রোন ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব। আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা রক্ষার অজুহাতে এই সহায়তা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।আরডি
Source: সময়ের কন্ঠস্বর