বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যা করেছেন কলেজ ছাত্রী তানজিলা (১৮)। অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার (০১ জুলাই) রাতে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।কলেজ ছাত্রীর বাবার অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করতেন। একপর্যায়ে মেয়ে ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানেও রাকিব যোগাযোগ রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করে।চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। মঙ্গলবার সকালে রাকিব ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি এবং রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।ঘটনার পর থেকে রাকিব ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানান এলাকাবাসী।কলেজ ছাত্রীর বাবা বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে বারবার শারীরিক সম্পর্কে জড়ায়। এখন বিয়ে না করে উল্টো আমাদের সম্মানহানি করছে। আমি এর বিচার চাই।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাত বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর
Source: সময়ের কন্ঠস্বর