নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৩ জুন) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমগাঁও এলাকার প্রবাসী সোহরাব হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা।রবিবার দুপুরে প্রবাসী সোহরাব হোসেন পুকুরে মাছ চাষের কাজ শুরু করলে শাহজাহান ভূঁইয়া তার ১০–১৫ জন সহযোগী নিয়ে সেখানে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন তারা।ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, ‘চাঁদা না দেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে চার রাউন্ড গুলি চালানো হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা মারধর করে, স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং আমাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।’ওই ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন সোমবার রাতে অভিযান চালিয়ে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করেন।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Source: সময়ের কন্ঠস্বর