নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকায় প্রবাসীর কাছে চাঁদা দাবি ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপির স্থানীয় নেতা শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৩ জুন) দিবাগত রাতে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমগাঁও এলাকার প্রবাসী সোহরাব হোসেনের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা।রবিবার দুপুরে প্রবাসী সোহরাব হোসেন পুকুরে মাছ চাষের কাজ শুরু করলে শাহজাহান ভূঁইয়া তার ১০–১৫ জন সহযোগী নিয়ে সেখানে গিয়ে পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের মারধর করেন তারা।ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, ‘চাঁদা না দেয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে বন্দুক দিয়ে চার রাউন্ড গুলি চালানো হয়। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা মারধর করে, স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং আমাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।’ওই ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন সোমবার রাতে অভিযান চালিয়ে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করেন।সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ ও ভিডিও ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত Read more

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

সাজেকে আটকে পড়া তিন শতাধিক পর্যটক নিরাপদে ফিরেছেন। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা Read more

কয়েদি মৃত্যুর ঘটনায় ২ কারারক্ষী বরখাস্ত 
কয়েদি মৃত্যুর ঘটনায় ২ কারারক্ষী বরখাস্ত 

রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারাম বাদশা নামে এক কয়েদির মৃত্যুর ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন