বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে সেতুটি নির্মাণকাজ শুরু হলেও এতে ব্যবহৃত হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী।সেতুর দুই পাশে র‌্যাম্প নির্মাণে এক পাশে মাটি দিলেও অন্য পাশে কোনো মাটি না দেওয়ায় সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী সুপারি গাছ ও বাঁশের সাঁকো তৈরি করে কোনোভাবে পারাপার করছে। এলাকাবাসীর আরও অভিযোগ, সেতুর দুই পাশের র‌্যাম্পে হাত দিলে সহজেই ধসে পড়ে যায়, যা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলে।সেতুটি স্থানীয় বাসিন্দা আনিস সরদার ও শরীফ বাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, পুরোনো ভবনের ভাঙা খোয়া এবং রাস্তার কাজে ব্যবহৃত হেরিংবোন ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে।স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, সেতুর বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, সিলিকন বালির পরিবর্তে নিম্নমানের বিটি বালি ব্যবহার করা হয়েছে, যা নির্মাণের জন্য উপযুক্ত নয়।অপর বাসিন্দা রবিউল ভূঁইয়া বলেন, ‘সেতুর ঢালাইয়ের মান এতটাই খারাপ যে সামান্য চাপেই ভেঙে যাচ্ছে। তাই এলাকাবাসী বাধ্য হয়ে র‌্যাম্পের অংশ নিজেরাই ভেঙে ফেলেছে।’পরে সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভেঙে যাওয়া র‌্যাম্প ও ফাটল ধরা অংশগুলো মেরামত করতে দেখা গেছে।এ বিষয়ে জানতে গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদারকে তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান বিচারপতিকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব
প্রধান বিচারপতিকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী Read more

প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড Read more

লাশ হয়ে ফেরা সাজুর সন্তানের নাম রাখা হলো ‘আবু সাঈদ’
লাশ হয়ে ফেরা সাজুর সন্তানের নাম রাখা হলো ‘আবু সাঈদ’

সাজু মিয়া (২৬)। বাড়ি পঞ্চগড়। সন্তান সম্ভাবা স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে গাজীপুরে যান জুলাই মাসের ২৪ তারিখে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন